মোঃ রোকন মিয়া (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১৭ কেজি গাঁজা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলেন গত ২ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায়। কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ধরলা ব্রীজ এলাকায় ফুলবাড়ী থানা এলাকা হতে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ সিরাজগঞ্জ জেলার কুখ্যাত মাদক কারবারি মোঃ মজিবর রহমান (৫০) এবং মোঃ আতাউর রহমান (২০) দ্বয়কে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।