কালের বার্তা ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অহেতুক মূল্য বৃদ্ধি রোধে গলাচিপা উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গলাচিপা পুরাতন লঞ্চঘাট সংলগ্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মহিউদ্দিন আল হেলাল ।
এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ীগণকে পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি না করা, নিয়মিত পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার না করাসহ ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকব বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল।


