লেখক: মোঃ সাগর ইসলাম মিরান
আহা কত সুন্দর প্রকৃতি!,,
কত আনন্দময় বৃষ্টিতে ঝিনুক মালার আকুতি।
বাহিরে মুষলধারে বৃষ্টি,
চোখের পাতায় হালকা ঝিরঝিরে বৃষ্টির অভাক দৃষ্টি ।
রিদয়ে রক্তক্ষন, মুমূর্ষু এই ক্ষীন দেহে এসেছে শক্তি,
জাগলো বৃষ্টির ডাকে শীরায় শীরায় মিছে মায়ার ভক্তি ।
অসুস্থতার, বিষন্নতার এই ক্ষনে,
ক্ষমা করে দিও সবাই এই পাপী কে।
সব অভাগার রিদয়ে মেরে তরবারি,
অভাগী সেঝে করে যে সে মশকারি।
আলোর আশায় অন্ধকারে,
তুই অভাগা ঝাপ দিসনারে।
অভাগীর সব মিছে ঢং,
তাহার মনে অনেক রং।
রূপপুরে সে করবে বসতবাড়ি,
চোখে মায়া মুখে ঝাড়ি।
মনেমনে গাইছে সারি,
পরশু পরবে বেনারশি।
আবোল তাবোল যাহা ভাবি,
মিছে মায়া ছিল সবি।
ছেড়ে যখন চলে যাবি,
কী লাভ তবে রেখে দাবি।
পুকুর পাড়ের তালগাছটা কেটে দিস,
নয়তো ওটা বেচে দিস।
কুটার কুড়ের যায়গাটা তুই,
সাজিয়ে নিস নতুন সাঝে।
উপহার গুলো ফিরিয়ে নিস,
হারানো কৈশোর ভিক্ষে দিস।
টাকা জোড়ানো সেই কাহিনি তোর কী মনে পরবেনারে,
রাতজাগা সেই আলসে আলো চোখে কী আর ভাসবেনারে।
ভাঙ্গা মনে জোড়া দিলি,চিরতরে ভেঙে দিলি,,
সুখটা ঠিক ই বেছে নিলি,
আগুন টা না নিভাই গেলি।
সুখ পিয়াসি মনটারে তোর,
বিনাদোষে করলিরে চোর।
প্রতিবেশির অপমানে আসেনা পানি দুই নয়নে,
যতটা তোর কল্পনাতে রক্তক্ষরন হয় যে মনে।
সুখে থাকতে বলিস কারে,
সুখ টা তো তুই নিলি ই কেড়ে।
হায়রে মিছে মায়ার কালি,
তোর মনেতেই চোড়াবালি।
হয়তো পাবি অনেকের ই বুক,
আমার বিস্বাস একটুখানি কোথাও তুই পাবিনারে সুখ।
দোয়া করি থাকিস সুখে,
কষ্ট দিসনা কারো বুকে।