লেখক,
আব্দুল্লাহ আল শামিম।
সাহিত্য সম্পাদক,
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ,, চিকনিকান্দি ইউনিয়ন শাখা।
বিশ্ব মাঝে আসলো আবার রবিউল আউয়াল মাস,
আনন্দিত সৃষ্টিজাহান গড়বো ইতিহাস।
এই মাসেতে আসলো ধরায় বাদশাহ দো,জাহান,
তাঁর পায়েতে ধন্য হলো সৃষ্টিকুল তামাম।
নুর নবিজীর আগমনে ধন্য হলো সৃষ্টিকুল,
সৃষ্টিকুলের মহান তিনি মোহাম্মাদ নামের সে নুর।
৫৭০ খ্রিষ্টাব্দের ১২ ই রবিউল আউয়াল মাসে,
সোমবারেতে জন্ম হলেন মা আমিনার উদার থেকে।
পেয়ারা নবীর আগমনে আলোকিত জগৎময়,
সেই আলোতে দুর হইলো জাহেলি সব ভ্রান্ত পথ।
উম্মতের কান্ডারি নবি পেয়ারা নবি মোস্তফা,
তার হাসিতে চমকিতে নুর দেখলো কত সাহাবা।
নুর নবিজির হাতের ইশারায় দ্বীখন্ডিত চন্দ্র হাতে,
তার হুকুমে মুর্ধা পাথর লা ইলাহা কালিমা জপে।
সৃষ্টিকুলের মহান যিনি সব নবীদের সেরা তিনি,
জন্ম তাঁহার না হইলে, হইতো এই সৃষ্টিকুল।
কবিতার ছন্দে আমি দুরুদ সালাম দেই পাঠিয়ে,,
পূবল হাওয়া পৌছে দিও দয়াল নবিজীর ঐ রওজায়ে।