কালের বার্তা
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

বাউফলে শিশুদের ডেঙ্গু নিয়ে সতর্ক করছে ‘তারুণ্যের জাগরণ ’!

প্রতিবেদক
আন্তর্জাতিক প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:৫৯ পূর্বাহ্ণ

বাউফল থেকে:

ক্রমে ক্রমে মহামারী আকার ধারণ করছে ডেঙ্গু। এ সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে সরকারের সাথে তাল মিলিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু সম্পর্কে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের মাঝে সতর্কতা তৈরি করছে তারুণ্যের জাগরণ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এসময় ৮৮ নং বাউফল দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭১ নং নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ ও পুরষ্কার বিতরণ করে তারা।
এসময় তারুণ্যের জাগরণ সংগঠনের উপদেষ্টা মোঃ নাজমুল হোসেন এর সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মুনতাসির তাসরিপ বক্তব্য রাখেন। এছাড়াও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত ও ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া
নাহার বক্তব্য রাখেন। বিদ্যালয়গুলোর শিক্ষকরাও বক্তব্য প্রদান করেন।

বক্তারা শিশুদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। শিশুদের মাঝেও ছিল ব্যপক উৎসাহ।

নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসীন মাহমুদ বলেন, ‘আমরা এর আগেও ডেঙ্গু সম্পর্কে জেনেছি। তবে আজকে তারুণ্যের জাগরণ সংগঠনের মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারলাম। তারা আমাদেট এই রোগ কি কারণে হয় এবং কিভাবে এ রোগ থেকে বাঁচা যায় সেটি শিখিয়েছেন।’

বাউফল দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী বলে, ‘ডেঙ্গু রোগের পাঁচটি লক্ষণ সম্পর্কে আমাদের আগেও অনেকবার বলা হয়েছে। তবে বিষয়টি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য তাদেরকে (তারুণ্যের জাগরণ) ধন্যবাদ।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার বলেন, ‘শিশুদের মাঝে সতর্কতা ছড়িয়ে দিতে তারুণ্যের জাগরণ সংগঠনের এমন চমকপ্রদ আয়োজনকে সাধুবাদ জানাই। এর ফলে শিক্ষার্থীরা ডেঙ্গু সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারবে।’

তারুণ্যের জাগরণ সংগঠনের সভাপতি মুনতাসির তাসরিপ জানান, ‘দেশে যে হারে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে তাতে আমরা এখনই যদি সচেতন না হই এবং চারদিকে সচেতনতা তৈরি করতে না পারি তাহলে এটি করোনা মহামারীর আকার ধারণ করবে। আর সচেতনতা তৈরি করতেই তারুণ্যের জাগরণ সংগঠন এধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেকটা সচেতন হবে।’

নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ নাসিমা বেগম জানান, ‘ডেঙ্গু সম্পর্কে বাঁচতে দরকার সচেতনতা। আর এই সচেতনতা বৃদ্ধিতে তারুণ্যের জাগরণ সংগঠনের এমন পদক্ষেপ নিসন্দেহে প্রশংসনীয়।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কবিতার ছন্দে পালিত হলো ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস।

গফরগাঁওয়ে সন্তানকে বাঁচাতে পানিতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া মায়ের লাশ উদ্ধার

বিমানবন্দরে উদ্ধার শত কেজি ময়ূরের পালকের মালিক কে, মাংসের নমুনা পরীক্ষাগারে

মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুৎ,৩ ঘন্টা পর সচল ট্রেন চলাচল

পটুয়াখালী ১ আসনে এডভোকেট আফজাল হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

পাইকগাছায় মডেল মসজিদে ইমাম সহ ৩ টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির পর বসত বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মাগুরায় জাতীয় সমবায় দিবস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ইয়াবাসহ মাসুদ গ্রেফতার!

পটুয়াখালী বিশ্ববিদ্যালয় চাকুরিতে অনিয়ম, অনুমোদন ছাড়াই অতিরিক্ত জনবল নিয়োগ