কালের বার্তা ডেস্ক: কালের বার্তায় নিউজ প্রকাশের পর ইস্তফা দিয়েছেন সেই শিক্ষক। এক মাসের ছুটি নিয়ে যুক্তরাজ্য অবস্থান করেন সুমাইয়া আক্তার লিজা। এর কালের বার্তয় “একমাসের ছুটি নিয়ে এক বছর বিদেশে অবস্থান ” শিরোনামে নিউজ প্রকাশ হলে তিনি ইস্তফা দেন।
উপজেলা শিক্ষা অফিস থেকে মীর রেজাউল করিম জানান, তার ইস্তফা টি আমরা গ্রহন করেছি, এটি পটুয়াখালী জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দিব।
লামনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, লিজা তার বোনকে দিয়ে ইস্তফাটি আমার কাছে জমা দিয়েছেন সেটি আমি গলাচিপা শিক্ষা অফিসে জমা দিয়েছি।