ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী সম্মিলিত ওলামা পরিষদ ।
শনিবার( ২৮অক ্টোবর) পৌর শহরের মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজ মাঠে শেষ হয় ।
সেখানে সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুল মজিদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা পরিষদের সম্পাদক মাও. শামসুদ্দীন,মাও.নুরুজাম্মন, মাও, রাজেকুল ইসলাম, তমিজ উদ্দীন, আঃ আলিম, আসলাম, আঃমানিক, অধ্যক্ষ মাওলানা মাসউদ আলম,মাও.হারুন অর রশিদ প্রমুখ ।
এ সময় বক্তরা ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়লি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়লি হামলা বন্ধেরও আহ্বান ও ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ঠ্রের স্বীকৃতি সহ ৭ দফা দাবি জানান ।