কালের বার্তা ডেস্ক: দলীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর প্রভাবে দিনের শুরুতেই ফাঁকা দেখা গেছে রাজধানীর মহাসড়ক। যথেষ্ট গণপরিবহন না থাকার ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (২৯ অক্টোবর) উত্তরা, বনানী, মহাখালী মহাসড়কে দেখা যায় ব্যাক্তিগত যানবাহন ছাড়া নেই পর্যাপ্ত গণপরিবহন। এতে ভোগান্তির মুখে পড়ছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। সকাল সাতটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখা গেছে। বিএনপির কার্যালয়ের একপাশ বেষ্টনি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। পান্থপথ মোড়, সার্ক ফোয়ারায়ও পুলিশের উপস্থিতি দেখা গেছে।
রাজধানীর পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার এলাকায় সকালের দিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা ছিল কিছুটা কম।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো হরতালের জন্য স্থগিত করা হয়েছে