এম এ হালিম সরদার, ময়মনসিংহ
বর্তমান সময়ের সামাজিক ব্যাধি মাদকসক্তের কবল থেকে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন স্থানে সংগঘঠিত অপরাধের মাধ্যমে সমাজকে অনিশ্চিত ভবিষ্যতে দিকে নিয়ে যাওয়া অন্যতম অপরাধ সাইবার ক্রাইম থেকে সমাজের তরুনদের বাঁচতে সবাই কে খেলাধুলার প্রতি আহবান করেন ময়মনসিংহ জেলা পুলিশ। শুক্রবার ০৩ নভেম্বর, ২০২৩ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায়, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল অনুর্ধ্ব-১৮ ‘বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর সভাতিত্বে শহরের সার্কিট হাউজে অনুষ্টিত শেখ কামাল ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা
সাধারণ সম্পাদক এহ্তেশামুল আলমসহ ক্রীড়া সংস্থাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দের পৃথক পৃথক আলোচনায় বক্তরা বলেন, মাদক ও বিভিন্ন সাইবার অপরাধ থেকে সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা এই টুর্নামেন্টের সফলতা কামনার পাশাপাশি এই টুর্নামেন্ট মাধ্যমে তরুণদের প্রাণে নতুন উদ্যম তৈরি করার প্রতি আশাবাদ ব্যক্ত করেন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের মধ্যে দিয়ে দেশে তরুন প্রজন্মকে সংস্কৃতি চর্চার মাধ্যমে মোবাইলে ইন্টারনেট আসক্তির অভ্যাস পরিহার করার আহবান জানান।