মোঃ মোবারক হোসেন নাদিম, বিশেষ প্রতিনিধি:
গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী চলছে পুলিশ, ডিবিসহ যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, আজ পর্যন্ত এই হয়রানিমূলক অভিযানে দেশব্যাপী হাজার, হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে এমটাই অভিযোগ করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীকরণ।
গ্রেফতার এড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের কর্মসূচি সর্বাত্মক অবরোধ সফল করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহাড়ে, জঙ্গলে তাবু টাঙ্গিয়ে, নদীর পাড়ে বাঁশ ঝারে ও বাগানে রাত্রিযাপন করছেন বলে তারা জানিয়েছেন কালের বার্তা প্রতিনিধির কাছে।
এ প্রসঙ্গে প্রশাসনকে জিজ্ঞাসা করা হলে তারা অস্বীকার করেন এবং যারা এসব কাজ করছেন তারা নেশা, মাদক পাচার ও দেশদ্রোহী কাজে লিপ্ত রয়েছে যার জন্য গাঢাকা দিতে তাদের এই নতুন কৌশল বলে জানিয়েছেন প্রশাসন কর্মকর্তা।