মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. ধর্ম
  7. প্রযুক্তি
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. স্বাস্থ্য

দুই যুবকের কাছে থেকে পাঁচ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
কালের বার্তা
আগস্ট ২০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে আরিফুল ইসলাম (৩০) ও শাহিন আলম (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার লখিয়ারপাড়া ও চরখোদ্দা এলাকা থেকে ও্ইসব গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে ও শাহিন আলম ফুলবাড়ি উপজেলার কিশামত শিমুলবাড়ী গ্রামের ফরজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়ার কাশেম বাজার খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আরিফুল ইসলামের কাছে থাকা ৪ কেজি শুকনো গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, দুপুরের দিকে তারাপুর ইউনিয়নের চরখোদ্দা এলাকার রাস্তার উপর মাদক বিক্রিকালে মোটরসাইকেলের সিটকভারের নিচ থেকে এককেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার এবং মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

x