আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি গলাচিপা পৌর শহরের ওয়াবদা ও সদর রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
দিনভর প্রচারণায় নূর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের সড়ক ও গলিপথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তার আগমনে শহরের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়। ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং ট্রাক প্রতীকের স্লোগানে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগে নূরের সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার, সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপজেলা মুখপাত্র মো. সোয়েব মাস্টারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
উল্লেখ্য, নুরুল হক নূর পটুয়াখালী-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
মন্তব্য করুন