নিয়োগ বিজ্ঞপ্তি :-
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ৪ মে, ২০১৫ তারিখের প্রজ্ঞাপন (এস, আর, ও নং ৮৯ আইন/২০২১০) এবং জুলাই 2014 তারিখের প্রজ্ঞাপন (এস, আর, ও নং ২৩২- আইন /২০১৭) মোতাবেক গলাচিপা উপজেলার ১১ (এগার) টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (মহল্লা এর ২৬ (ছাব্বিশ) টি শূন্য পদে সরাসরি লোকবল নিয়োগকে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে
শারীরিক যোগ্যতা (পুরুষ) ৫ ফুট ২” ) বুকের মাপ ৩০” ( স্বাভাবিক) ৩২ জন ৫০ কেজি) (মহিলা প্রার্থীর ক্ষেত্রে)(সর্বনিম্ন ৫ ফুট) বুকের মাপ ২৮ (স্বাভাবিক) ৩০ ) (1) সর্বনিম্ন ওজন ৪৫ কেজি।
বেতন : (ইউনিয়ন পরিষদ ও সরকারি অংশ) ৬০০০/- ( টাকা, সরকারি পোশাক ও তৎসহ অন্যান্য সুবিধাদি।
অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
০২। আবেদনপত্রে প্রার্থী () পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (খ) ছ (8) (5) (2) ধর্ম ( (ক) ২০/০৯/২০২৩ তারিখে প্রার্থীর বয়স (এর) শিক্ষাগত যোগ্যতা (ট) অভিজ্ঞতা যদি থাকে) উল্লেখসহ প্রার্থীকে স্বহস্তে আবেদন দাখিল করতে হবে।
০৩। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। (ক) ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সীয় পরিচয়) ১ম শ্রেণির গেয়োটের কর্মকর্তা (খ) ১ মাগিব পেডেটেড পার্ট সাইজ ছবি (ন) কপি (3) শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুপ (5) गान অভিসার, গলাচিপা 000/- (তিনশত) টাকার অফেরতযোগ্য থাকে মাফট/পে-অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে (1)
৪)যাই মুক্তিযোদের পুত্র/কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদের সত্যায়িত অনুলিপি আবেদনের ৪। ছবি সত্যায়নের ক্ষেত্রে গেজেটেড কর্মকর্তার নামযুক্ত গ্রীন ব্যবহার করতে হবে
৫)১৫/০৯/ 200 তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের

০৬) আবেদনপত্র আগামী ২০/০৯/২০১৩ খ্রি. তারিখের মধ্যে নিঃস্বাক্ষরকারীর কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে। টিপূর্ণ বিষয়ে প্রাপ্ত আবেদনপত্র বাতিল হবে।
আবেদনপত্র সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশে পরিবর্তন ও সংশোধনের তা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উপস্থাপন করা যাবে না। কোন ধরণের বলে বিবেচিত হবে।
মাদার পদে লোকবল নিয়োগ করার ক্ষেত্রে এ বিধিমালায় বর্ণিত যোগ্যতায় উপযুক্ত বিবেচিত হলে মৃত বা অপ্রাপ্ত মাদার এর পুত্র, কন্যা না

তথ্য ও সূত্র – দৈনিক তৃতীয় মাত্রা
