দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় দুমকি থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ জনকে আটক করেছে।
নাশকতা মামলায় ২৯ অক্টোবর ভোর ৫ টায় লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন (৪৪), বিকেল ৩টায় লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রাম থেকে বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাহান মানিক (৪২) ও রাত ১২টায় শ্রীরামপুর ইউনিয়নের জামলা নামক স্থান থেকে সাইফুল ইসলাম (২২) কে আটক হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ প্রতিনিধিকে জানিয়েছেন, ৩জন আসামির বিরুদ্ধে দুমকি উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।