দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় তিন নদীতে পায়রা, পান্ডপ, লোহালিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল ফেলে মা ইলিশ ধরার অপরাধে হাতেনাতে সোহাগ হাওলাদার নামের জেলেকে আটক করেছে দুমকী মৎস্য বিভাগ ও থানা পুলিশ। ২
৯ অক্টোবর দুমকী উপজেলা মৎস্য অফিসার নূরুল ইসলামের নেতৃত্বে এবং থানা পুলিশ অভিযানে টহল টিম জাল উঠিয়ে মাছ ধরা অবস্থায় পাঙ্গাশিয়া ইউনিয়নের হাজীরহাট খেয়াঘাট সংলগ্ন পায়রা নদী থেকে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে মাছ ধরার সময় সোহাগ হাওলাদারকে ৭টি মা ইলিশ মাছ ও জালসহ জব্দ এবং আটক করেছে। সোহাগের বাড়ি নলদোয়ানী গ্রামে। মৃত হানিফ হাওলাদারের ছেলে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।