গলাচিপা প্রতিনিধি : নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন চিকনিকান্দি ইউনিয়ন ইউনিয়ন শাখা ( গলাচিপা, পটুয়াখালী) অনুমোদন দেওয়া হয়েছে গতকাল শনিবার( ১৮ নভেম্বর) রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুনতাসীর মামুন ও সাধারণ সম্পাদক সুমাইয়া খাঁন নিসা সাক্ষরিত পত্রে চিকনিকান্দি ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা করা হয়।
এতে মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রাহাত হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জোমাদ্দার এম শাওন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি – আবির মাহমুদ, মোয়াজ্জেম হাওলাদার, মো: ইমরান খান,এস এম রায়হান সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদক তানিসা তানিয়া, মো: সিয়াম আহমেদ,মো: নুর ইসলাম, শাকিল হাওলাদার, মো: তাওহীদ। সাংগঠনিক সম্পাদক ফয়সাল খাঁন। সহ সাংগঠনিক সম্পাদক – মো: হাসিব,
দুর্জয় দাস,মো: বাইজীদ ইসলাম, নাইম জোমাদ্দার, মো: মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ। মো: আমিনুল মিয়া, আইন বিষায়ক সম্পাদক।এইচ এম হাসান মাহমুদ, প্রচার সম্পাদক। মো: হাবিবুল ইসলাম, সহ প্রচার সম্পাদক। মো: নাজমুল হুদা, দপ্তর সম্পাদক। মো: মিরাজ, সহ দপ্তর সম্পাদক। মেহেদী হাসান মিরাজ, চিকিৎসা বিষয়ক সম্পাদক।মো: মাসুদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক। মো: আবির হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক। সুব্রত ঘোস ( পিপি), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক।মো: ফয়সাল প্যাদা, ক্রিয়া সম্পাদক।মাহতিম আহমেদ ইমরান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মো: মাঈনুল সিকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। মো: সাগর মল্লিক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক। মো: তুহিন ইসলাম, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক।মো: ইমন মীরা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক। মো: নোমান, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক। মো: জিসান প্যাদা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক।মো: সোহাগ মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মো হুজ্জাতুল ইসলাম বলেন, দেশ, জাতী, ও মানবতার অনন্য এক উদহারন হয়ে থাকবে নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন। আমি সর্বদা তাদের মঙ্গল কামনা করছি।