দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে শ্রীরামপুর, আংগারিয়া, মুরাদিয়া, লেবুখালী, পাংগাশিয়া ইউনিয়নে ২দিন ও রাতে অব্যাহত মাঝারি থেকে ভারি বৃষ্টি ও বাতাসের প্রভাবে আমন ধান ও রবি মৌসুমের শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎতের মেইন খুঁটি ভেঙে হেলে পড়ছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, সারারাত মাঝারি আকারের ও শুক্রবার ভারি বর্ষণের ফলে জনজীবন বিপর্যন্ত ছিল। ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী এবং পরবর্তী পদক্ষেপকে কেন্দ করে উপজেলার সকল দপ্তরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছেল। ঘূর্ণিঝড় তাণ্ডবে বিভিন্ন এলাকার নিচু জমির আমন ধান বাতাস ও বৃষ্টি ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে গেছে। মৌসুমের শাক- সবজির ক্ষেত নষ্ট সহ ব্যাপক ফসলহানি হয়েছে। আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচরে ৫৷ টি কাঁচা ঘর বাতাস ও বৃষ্টির কারণে উপড়ে ফেলেছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন জানান, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় ১৯৪০ হেক্টর প্রান্তিক ও ১১৫০ হেক্টর আমন ও ইরি ধানের ক্ষতি হয়েছে। কৃষকদের রবি মৌসুমের শাক সবজি, খেসারি ডাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
নির্বাহী অফিসার মোঃ আল ইমরান জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য ঘূর্ণিঝড় মিধিলি’র মোকাবেলায় আমরা সবরকম চেষ্টা করেছি তবে কৃষক ভাইদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, প্রাকৃতিক নিয়মে প্রকৃতপক্ষে কোন মানুষের হাত নেই তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের পাশে দাড়াতে।