মো: রাজিব হোসেন স্টাফ রিপোর্টার
মাগুরায় অর্থ মন্ত্রনালয় এর একটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কতৃক অতিদরিদ্র এবং দরিদ্র গর্ভবতী মায়েদের মধ্যে ৩৭ জনকে ৩৫৫২০০/- টাকার মধ্যে প্রথম ধাপের ৮৮৮০০ টাকা মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা হিসাবে প্রদান করা হয়। ২৫/১০/২৩ রোজ বুধরাব সকাল ১০টার সময় অনুষ্ঠানটি উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং শত্রুজিৎপুর ক্লাস্টার অফিসার মো:মাহাবুল আলম এবং ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর(সিএইচএনএফ) হাসমত সরদার এবং রুবেল হোসাইন-ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও)আরো উপস্থিত ছিলেন শত্রুজিৎপুর ক্লাস্টার ফ্যাসিলিটেটর বৃন্ধ।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর পক্ষ থেকে এই অর্থ পেয়ে অসহায় দরিদ্র ও অতিদরিদ্র গর্ভবতী মায়েরা সন্তুষ্ট হয়। এই অর্থ মা ও শিশু পুষ্টি নিশ্চিত করা এবং মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যুহার রোধ করার কাজে সাহায্য করবে। এসডিএফ এর এই মহান কাজ দেখে এলাকার জনসাধারন সাধুবাদ জানায়। তাছাড়া এসডিএফ পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠি কে এগিয়ে নেওয়ার জন্য অর্থাৎ শক্তিশালী সংগঠন তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনে ব্যপক কাজ চালিয়ে যাচ্ছে।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দরিদ্র ও অতিদরিদ্র জন গোষ্ঠীর সাথে কাজ করতে বদ্ধ পরিকর এবং দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়ন শীল দেশ গড়ার লক্ষে এক যোগে কাজ চালিয়ে যাচ্ছে। আয়োজনে ৭ নং শত্রুজিৎপুর ক্লাস্টার, মাগুরা সদর মাগুরা যশোর অঞ্চল।