মোঃ মোবারক হোসেন নাদিম, নরসিংদী
নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ইসমাইল গাজী (৬০) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। ৫ ই নভেম্বর রাত পৌনে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর মিলগেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল গাজী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দীনের ছেলে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে ঢাকা হতে ফল বোঝায় একটি মিনি ট্রাক সিলেট যাচ্ছিল, ভেলানগর ব্রীজ অতিক্রম করার পর মিলগেইটের সামনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ক্যাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের পাশে থাকা ইসমাইল গাজী ভিতরে চাপা পড়ে নিহত হয়।
দূর্ঘটনার পরপরই ক্যাভার্ডভ্যানটি পালিয়ে যায়।খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলপারের মরদেহ উদ্বার করে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ,ইলিয়াস হোসেন বলেন,হেলপার ইসমাইল গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।