মো: রায়হান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সোহেলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন ।
এছাড়া রাঙ্গাবালী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কোন এলাকাকে ঢেলে সাজানোর পেছনে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানেই কাজ করি সেই এলাকাকে আমার নিজের এলাকা হিসেবে দেখি এবং এটাই হওয়া উচিত। আমি এখানে থাকবো না তবে আমি কাজের মাধ্যমে স্মৃতি রেখে যেতে চাই। আমার এ যাত্রায় আমি সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করছি।
এছাড়াও উপজেলার সকল দপ্তরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিশ্চিত করবেন বলে জানান তিনি।