কালের বার্তা
শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

ক্ষুদ্র ব্যবসায় সফল মাগুরার জিন্নাত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৩ ৩:৪৭ পূর্বাহ্ণ

মো:রাজিব হোসেন, মাগুরা:


মাগুরা জেলার শত্রুজিৎপুর বাজারে তার দোকান। সে ছোট্ট বেলা থেকে খুব কষ্টে তার জীবন পাড়ি দেয় সে সাত বছর বয়সে দু বেলা খাবারের সন্ধানে জেলার বিভিন্ন স্থানে কাজের সন্ধান করতে থাকে । এরকম করতে করতে দীর্ঘ ১০ বছর পাড়ি দেয়। পরে শত্রুজিৎপুর বাজারে এসে ছোট্ট একটি ঘরের ইলেকট্রনিক্স এর মালামাল মেরামত কাজ করতে শুরু করে । এভাবে দীর্ঘ ১৫ বছর কাজটি করতে থাকে এখন সে সফল ব্যবসায়ী । সে আমাদের কে জানাই এক জন যুবক বেকার না থেকে যদি নিজের উদ্যমে কাজ করতে থাকে সে কখনও পিছনে তাকাতে হবে না । সে আরো বলেন এই কাজ করতে হলে সঠিক মনোবল প্রয়োজন এই কাজটি শিখেতে পারলে আপনার দোকানে / কারখানাতে শ্রমীকরা তাদের কর্মসংস্থান হবে এতে করে বাংলাদের উন্নয়ন আরো বেগবান হবে।
আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনি লেখা, পড়া শিখে চাকরির পিছনে না ঘুরে এক জন সফল উদ্যোক্ত হও। যাতে নিজের কর্মস্থান হবে এবং আরো যারা তোমার প্রতিষ্ঠানে কাজ করবে তাদের কর্মসংস্থান হবে।
তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যারা শিক্ষত হয়েও এখনও বসে আছেন তারা আমার মত ছোট পরিসরে ব্যবসা শুরু করেন সফলতা একদিন আসবে।

সর্বশেষ - রাজনীতি