কালের বার্তা
বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

শেরপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদক
কালের বার্তা ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

মোঃ সাইদুর রহমান আপন, শেরপুর:

ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশী নাগরিকদের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, নিরাপদ ও উন্নতমানের পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা এবং বাংলাদেশে আগত সকল বিদেশী নাগরিকদের জন্য উন্নতমানের ভিসা সেবা প্রদান করছে। তারই অংশ হিসেবে ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি কর্তৃক আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুরের নবনির্মিত নিজস্ব ভবন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, BSP, NDC, HDMC, AFWC, PSC, G এর সভপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম সেবা, এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নিমার্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ ছারোয়ার হোসেন।

ইতোমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ৬৪ টি জেলায় মোট ৭১ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে ০৭ টি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত বিদেশী নাগরিকদের ভিসা সেবা প্রদান করা হচ্ছে। ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেনাপোল ও বাংলাবান্ধা স্থল বন্দরে মোট ৪৪ টি ই-গেইট স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৬ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমূখি সম্প্রসারণ প্রকল্পের আওতায়

সবগুলো নিজস্ব ভবনের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আজ প্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি কর্তৃক আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুরের নবনির্মিত নিজস্ব ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন শেরপুরবাসি তথা আমাদের সকলের জন্য নিসন্দেহে একটি আনন্দের বিষয়। প্রায় ৪ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সম্পূর্ণ অফিসটি ২৫ শতাংশ জায়গার উপর স্থাপিত হয়েছে এবং মূল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। এটি একটি ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আরো দুটি তলা সম্প্রসারণের সুযোগ থাকছে।

আশা করা যায় অত্র সুপরিসর অফিস ভবন হতে প্রায় ১৫ লক্ষ এর অধিক জনসংখ্যা অধ্যুষিত এই জেলার সকল নাগরিক সানন্দে ও সহজ ভাবে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট ও ই-গেইট ব্যবহারের মাধ্যমে ডিজিটালাইজড ইমিমেশন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নাগরিকদের পাসপোর্ট সেবার মানন্নোয়নে এবং দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশন সেবা নিশ্চিতকল্পে অর অধিদপ্তরের প্রতিটি সদস্য সদা সচেষ্ট। আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুর অত্র অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ পূর্বক প্রতিশ্রুত সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে সম্পন্ন হয়েছে ‘কমিউনিটি পুলিশং ডে ২০২৩

২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আজ চতুর্থ দিন

সভাপতি সামাদ,সম্পাদক নিতাই – কয়রা আইনজীবী কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন অর্থনীতি ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ: সিইসি

বিসিবিকে আইনি নোটিশ প্রদান

ফরিদপুরের মধুখালীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জে নাশকতার অভিযোগে আটক ১০

সাদ্দাম হোসেনের জন্মদিনে সুনামগঞ্জ ছাত্রলীগের খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ

দলীয় নেতাকর্মীর সাথে আ’লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

ভোটের অধিকার ফিরে ফেতে যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়ব