গোলাম জিলানী, দিরাইঃ
সুনামগঞ্জের দিরাইয়ে তাড়ল ইউনিয়নে গভীর রাতে কৃষক আব্দুল হান্নানের জমাকৃত ধানের মুটের স্তুপে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ২৫০-৩০০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার রনভুমি গ্রাম সংলগ্ন বরাম হাওরে এমন নির্মম ঘটনা ঘটে। রনভুমি গ্রামের কৃষক আব্দুল হান্নান তার সারা বছরের কষ্টের ধান হারিয়ে পাগল প্রায়। তার ছেলে ছাদ উদ্দিন ও কালাশাহ কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এবার ১২ কেয়ার (১ কেয়ার সমান ৩০ শতক)জমিতে উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, গতকাল ধান কেটে বরাম হাওরের পাড়ে ধানের মুটের স্তুপ জমা করেছি মাড়াই দেওয়ার জন্য।আমরা দুই ভাই রাতে ধানের মুটি পাহাড়া দিতে ছিলাম। গভীর রাতে কয়েক জন এসে আমাদের চোখ পিছন থেকে বেধে দিয়ে তারা ইচ্ছে মতো আমাদের ধানের মুটের স্তুপে আগুন লাগিয়ে দেয়। আমাদের চোখ বাঁধা থাকায় আমরা কাউকে দেখতে পারিনি। এতে আমাদের ২৫০-৩০০ মন ধানের ক্ষতি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে টাকা ধার এনে জমি করেছিলাম। আমাদের সকল আশা ভেঙে চুরমার হয়ে গেলো। আমরা কেমনে ধার শোধ করবো, কিভাবে আগামী বছর চলবো? আমার বাবাতো পাগল প্রায়,বাবার অবস্থা ভালো নয়।তারা বলেন আমাদের গ্রামে বিভিন্ন বিষয়ে আমাদের সাথে ঝগড়া আছে, প্রয়োজনে বিস্তারিত বলবো। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ধানের মুটের স্তুপে আগুন লাগানোর সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এ এসপি মহোদয় সরেজমিনে দেখে এসেছি,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ +৮৮ ০৯৬৩৮৯৮৯৬৮
বিজ্ঞাপন ও সার্কুলার বিভাগঃ +৮৮ ০৯৬৭৮৬৫৯৯
সম্পাদক ও প্রকাশঃ অ্যাড. খোরশেদ খান। স্বত্ব © ২০২৫ কালের বার্তা