বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালীর গলাচিপা শাখার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলার দারুল কুরআন নূরানী মাদ্রাসায় এতিম শিশুদের পড়ার রুম ও টয়লেটসহ প্রতিষ্ঠানটির ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়।
অভিযান শেষে শিশুদের ব্যক্তিগত ও পরিবেশগত পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে কীভাবে বিভিন্ন রোগ ও জীবাণু থেকে মুক্ত থাকা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, শিশুদের সুবিধার্থে একটি ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী ও বক্তব্য প্রদানকারীরা ছিলেন হুজ্জাতুল ইসলাম, মাজহারুল ইসলাম, তারিকুল ইসলাম মুন্না, মেহেদী হাসান, তানিম ইসলাম, জাহিদ খান, রাকিব আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্য রক্ষার জন্য নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনেরও পূর্বশর্ত। আমরা চাই, শিশুরা ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হোক এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অবদান রাখুক।
পধান কার্যালয়ঃ ৮৫, নয়াপল্টন (৩য় তলা), ঢাকা - ১০০০
W W W. K A L E R B A R T A. C O M
স্বত্ব © ২০২৪ কালের বার্তা সম্পাদক ও প্রকাশক: ডাঃ মহিউদ্দিন আজাদ