ধর্ষণের বিচার ও শাস্তির দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - কালের বার্তা ধর্ষণের বিচার ও শাস্তির দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - কালের বার্তা

ধর্ষণের বিচার ও শাস্তির দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২৫

সাইফুল ইসলাম রবিঃ

দেশ ব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে গলাচিপার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চর বিশ্বাস ইউনিয়ন শাখা।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে আজ বুধবার বিকাল ৫ ঘটিকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী  দলের সদস্য সচিব ইলিয়াস মাহমূদ সা’দী র সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুল হান্নান। ইসলামী আন্দোলন সেক্রেটারী হাফেজ মোঃ আল-আমিন। ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মোঃ ইমরান নাজির।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার উপদেষ্টা আলহাজ্ব মুজাফ্ফার মৃধা, গলাচিপা উপজেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নানগ, লাচিপা উপজেলার ছাত্র আন্দোলন প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মোঃ সাহিন আলম।

সভায় বক্তারা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করে বিচার কার্যকর করতে হবে। নয়তো দেশ ব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বক্তারা বলেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা ছাড়া কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। তাই দেশবাসীকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দেয়ার আহ্বান করেন।

সভা শেষে সম্প্রতি মাগুরার ধর্ষণের শিকার শিশু আছিয়ার সুস্থতা কামনা ও দেশের শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।