ফাহিম আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সাকিবুল ইসলাম জয় নামে এক চিহ্নিত ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝুপঝাপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা চলমান রয়েছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।