মোঃকায়সার রশীদ, জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর জেলা ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন নালিতাবাড়ী উপজেলা, ঝিনাইগাতী উপজেলা ও শ্রীবরদী উপজেলায় বসবাসকারী সাধারন মানুষ বন্যহাতীর অত্যাচারে অতিষ্ট।
বন্য হাতীর অবাধ বিচরণে প্রায়ই সাধারণ মানুষ এর বসতবাড়ী তে আক্রমন করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে নিরিহ মানুষও মৃত্যুমুখে পতিত হয়। বর্তমানে ফসলী জমিতে প্রতিদিনই চলে আসছে।ধান খেয়ে সাবার করে ফেলছে। সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই ফসলই তাদের একমাত্র বাঁচার পথ। ঘরে ফসল উঠাতে না পারলে জীবন চলা দায় হয়ে দাড়াবে। দিনেরাতে জেগে থেকে পাহাড়া দিয়েও ফসল রক্ষা করতে পারছেনা। এই বন্যহাতীর আক্রমণ থেকে।
অতীব জরুরি ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র সীমান্ত এলাকাবাসী।