মো: কায়সার রশীদ, জেলা প্রতিনিধি, শেরপুর:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ মাঠে ১৪ তারিখ রোজ মঙ্গলবার শ্রীবরদী উপজেলার শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, প্রধান অতিথি হিসেবে শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, প্রধান আলোচক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ছালেম, উপজেলা শিক্ষা অফিসার তৌহিদদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ, আঃ মতিন । বক্তারা শিক্ষার মানোন্নয়নে নানাদিক তুলে ধরেন। পরে বাংলা, ইংরেজি বিষয়ে পাঠ দক্ষতা ও গনিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই পূর্বক বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। এতে অন্যান্্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।