নেত্রকোনার বারহাট্টায় বিএনপি চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। সোমবার (১ ডিসেম্বর) ফজরের নামাজ শেষে হাফিজিয়া দারুল উলুম মুহিউসসুন্নাহ মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আনোয়ার হুসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মুফতি আশরাফ আলী, সহকারী শিক্ষক হাফেজ তোফাজ্জল হুসেন, হাফেজ মহিউদ্দিন, মুফতি হযরত আলী, হাফেজ শামীমসহ মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মাহফিলে বক্তারা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও তাঁদের জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ আদর্শ। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং জাতির কল্যাণে পুনরায় ভূমিকা রাখতে সক্ষম হওয়ার জন্য তারা আন্তরিকভাবে দোয়া করেন।
দোয়া শেষে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন