মোঃকায়সার রশীদ, জেলা প্রতিনিধি, শেরপুর:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর রোজ বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়। শোভাযাত্রার শেষে উপজেলার সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম আরও উপস্থিত থাকেন সহকারী কমিশনার ভূমি ইয়ামিন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ আওয়ামী লীগ নেতা এম এ মতিন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ।
এসময় ৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতিদের মাঝে যুব ঋনের চেক বিতরন ও ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।