মোঃ সাইদুর রহমান আপন, শেরপুর :
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগান কে ধারণ করে ৪ নভেম্বর শনিবার দুপুরে
শেরপুর সদর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শেরপুর সদর থানার ওসি বশির আহাম্মেদ বাদল এর সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা মোঃ সাইফুল্লাহ সাইফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুল ইসলাম জুয়েল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ সাইদুর রহমান,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খোরশেদ আলম,
সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সদর উপজেলার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,
সদর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম হিরো,
প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টর আদিল মুহাম্মদ উজ্জ্বল, সহ জেলার ৫ টি উপজেলার বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গণ
বক্তব্য কালে বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে, ইনশাআল্লাহ জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা , মানবতার মা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা বাংলাদেশের সাধারণ জনগণ পুলিশ প্রশাসন সকলেই একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করে কাজ করা আহ্বান জানান। এবং সবাই যদি একত্র হয়ে কাজ করে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই স্মার্ট বাংলাদেশ হিসাবে পরিণত হবে।
সেই সাথে দেশে যত প্রকার অবৈধ কর্মকাণ্ড আছে তা থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানায় এবং শুধু পুলিশের একার পক্ষে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। তাই দেশের সকল নাগরিকদের কে একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে দেশটাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, করতে হবে।
আপনারা সবাই মিলে যদি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন বা যে কোন দুর্নীতির তথ্য আগে থেকেই জানান তাহলে অবশ্যই যেকোনো ধরনের সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে পুলিশের পক্ষে আরো অনেক সুবিধা হবে।
তাই সবাইকে পুলিশ প্রশাসনের পক্ষে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানাই এবং এরই ধারাবাহিকতায় পুলিশ ও জনগন মিলে কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে ।
দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসন নিষ্ঠার সাথে দেশের জন্য সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, জঙ্গি সংগঠন মুক্ত, করার লক্ষ্যে জীবনকে বাজি রেখে সততার এবং নিষ্ঠার সাথে কাজ করে আসিতেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসন এভাবে কাজ করে যাবে বলে আশাবাদী।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।