তরিক ছিদ্দিকী,
উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ, বরিশাল।
বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট বাজারে স্হানীয় আলেম সমাজ এবং সাধারণ মুসুল্লিদের উদ্যোগে ৫ই নভেম্বর রোজ রবিবার, বাদ মাগরিব, ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যা এবং মসজিদুল আক্বসায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, স্হানীয় মসজিদের ইমাম ও খতিব, মাওলানা আলাউদ্দিন, তিনি বলেন, মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসা জোর পূর্বক দখল এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা, গনহত্যা, নারী ও শিশু নির্যাতন ইহুদিবাদী দেশ ইসরায়েল চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি হত্যা করেছে, যা রীতিমতো ভয়াবহ রুপ নিচ্ছে,
তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যার প্রতিবাদে আমাদের সকলের ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে স্হানীয় আলেম ও সাধারণ মুসলমান অংশ নেন,এবং জনসাধারণের মাঝে ইসরায়েলি পণ্য বয়কটের আহবানে লিফলেট বিতরণ করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে স্হানীয় ইমাম মাওলানা ইয়াসিন দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন।