আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
কেন্দ্র ঘোষিত, ৩য় দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী’র ১ম দিবসে- ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধের দাবীতে- বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঘোষিত ২’দিনের সড়ক,নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ-বেলকুচি মহাসড়কের বাহেলা মসজিদ টু শেরনগর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময়,অবরোধ কর্মসূচী’র সমর্থনে রাস্তায় ব্যাপক পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শণ করে অবরোধ সমর্থকেরা। পরে,একটি বিক্ষোভ মিছিল মুলসড়ক প্রদক্ষিণ করে শেরনগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আজ বুধবার,সকালে,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচীতে অন্যান্যো’র মাঝে উপস্থিত ছিলেন,
জামায়াত নেতা হাসমত আলী,আহমেদ মিয়া শরফুদ্দীন,ইন্জি.শাহাদাজ্জামান সবুজ মিয়াজী,ছাত্র নেতা আশরাফ আলী,আরিয়ান ও মিয়া মু.তালুকদার প্রমূখ।
অবরোধ কর্মসুচি’র সমাবেশে জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল তাঁর বক্তৃতায় পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন,বেলকুচিতে গণগ্রেফতার বন্ধ করতে হবে। গত কয়েক দিনে পুলিশ বেলকুচি’র অসংখ্য নেতা-কর্মী ও নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে চরম সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি,পুলিশ ও আওয়ামী মামলা-হামলা ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে সকল নেতা-কর্মীসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানায়।