মোঃকায়সার রশীদ, জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর জেলা সদরের ব্যাস্ততম ব্যাবসায়ী এলাকা নয়আনী বাজার দিনেদুপুরে চুরি চামারি বেড়ে গেছে। প্রায়ই ছোট বড় দোকান থেকে, দোকানের সন্মুখ থেকে চুরি হয়,।অদ্য বিকাল ৪ টার সময় নয়আনী বাজার কলেজ মোড় এর কাছে মনিহারী ব্যাবসায়ী বিমল দত্তের দোকানের গোডাউন থেকে এক চোর ১ বস্তা জড়দা নিয়ে যাওয়ার পথে দোকান মালিক বিমল দত্ত দোকানের সিসি ক্যামেরায় দেখতে পায়। সেইসাথে দোকানের কর্মচারীও দেখতে পায়। পরবর্তীতে সেই চোরকে ধরে ফেলে। ধরার পর বিমল দত্ত ৯৯৯ তে ফোন করায় শেরপুর থানার পুলিশ এসে চোর মেহেদী হাছান ( ২৮) পিতা মরহুম আঃ রাজ্জাক বাড়ী ঝিনাইগাতী কে ধরে নিয়ে যায়। বর্তমানে পুলিশের হেফাজতে আছে।।