সাকিব হোসেন
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
আদালতের নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মো. বাতেন খান, আব্দুর রউফ খান ও হালিম খানের বিরুদ্ধে বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র ও বাড়ির আঙিনার মেহগুনি গাছসহ বিভিন্ন প্রকার গাছ কাটার অভিযোগ তুলেছে ভাতিজা মো. সোহেল রানা খান।
জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার সকালে গাছপালা কাটা এবং গত সোমবার ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী সোহেল রানা খান।
এবিষয়ে সোহেল রানা খান বলেন, বাটিকামারা মৌজার ৬৯৬ নং দাগে শূণ্য দশমিক ১৮২৫ একর জমির মধ্যে পৈত্রিক সম্পত্তি হিসেবে আমার এক দশমিক ৫১ শতাংশ রয়েছে। সেখানে আমার বসতঘর ও গাছপালা ছিল। এই জমি নিয়ে কুষ্টিয়া আদালতে মামলা চলছে। কিন্তু আমার তিন চাচা মো. বাতেন খান, আব্দুর রউফ খান ও হালিম খান জোরপূর্বক আমার ঘরবাড়ি ও আসবাবপত্র ভাংচুর ও গাছ কেটে নিয়েছে। আমার প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠ বিচার চাই।
জানতে চাইলে চাচা আব্দুল বাতেন খান বলেন, জমিজায়গা মাপের পর সোহেলের ঘর বেঁধে গিয়েছিল। সেই ঘর সোহেলদের নিজ দাঁয়িত্বে সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে না সরিয়ে নেওয়ায় মাতব্বরের উপস্থিতিতে ভেঙে দেওয়া হয়েছে।