মো: রাজিব হোসেন স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার ২৭/১০/২৩ বিকেলে মাগুরা নোমানী ময়দানে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুনিরুজ্জামান এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মশিউর রহমান ও আ: নোমান হোসেন ।
জেলা সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মুহাম্মদ আবুল কালাম আজাদ, সহ- সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, মাওলানা আকরাম হোসাইন, উপদেষ্টা মুফতী আব্দুল জলিল, নাজমুল হাসান ওয়াদুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা ইমদাদুল্লাহ, চেয়ারম্যান মুফতি উসমান গনি মুছাপুরী, শ্রমিক নেতা মাওলানা আসাদুজ্জামান, শিক্ষক নেতা হাফেজ মাওলানা উবায়দুল্লাহ, যুবনেতা মাওলানা তাজুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাফেজ মনিরুজ্জামান বলেন, ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রমাণ করে তারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। অথচ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ স্বাধীন করতে লাখো মা বোন তাদের ইজ্জত হারাতে হয়েছে। অনেক মা তার বুক খালি করেছে। অনেক বোন হয়েছে বিধবা। অনেক সন্তান হয়েছে বাবা হারিয়ে এতিম। আত্মত্যাগে ছিনিয়ে আনা স্বাধীনতা আজ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ধ্বংস করবে এটি এ দেশের মানুষ বরদাশত করবে না। মানুষ স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবার রাজ পথে নেমে আজবে।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে ফেলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। মানুষের বাকস্বাধীনতার টুটি চেপে ধরবে।
তিনি বলেন, ওবায়দুল কাদের বলছেন, তলে তলে সমঝোতা হয়ে গেছে। আমি বলি তলে তলে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের জনগণ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ছলচাতুরীর আশ্রয় না নিয়ে ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে চরম শিক্ষা দেবে।