আগামীকাল ৩রা নভেম্বর শুক্রবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ।
গত ২০শে অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে ছাত্র যুব সমাবেশ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হুজুর এই মহাসমাবেশের ঘোষণা দেন।
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।
সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, এবং ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এই সমাবেশ।
এতে হাজার হাজার নেতাকর্মী সারাদেশ থেকে সমাবেশে যোগ দিতে নৌ পথ, স্থল পথ ও রেলপথে রওয়ানা দিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এছাড়া আরো কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি এইচ এম বাহাউদ্দীন নোমান জানন,এ-ই অবৈধ সরকার এর পতন ও জাতীয় সরাকারের অধীনে সুষ্ঠ নির্বাচন এর দাবি আদায়ের লক্ষ্যে তিনি তার দলীয় লোকজন নিয়ে রওয়ানা দিয়েছেন এবং সকল জনোগোষ্ঠী কে এ-ই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।