আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াত-বিএনপি’র হরতাল নৈরাজ্যর বিরুদ্ধে ছাত্রলীগ অবস্থান কর্মসূচি পালন করেছে। শুক্রবার (০৩ নভেম্বর) দিনব্যাপী বেলকুচি এলাকার মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি সম্মুখে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের নির্দেশক্রমে বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদের সভাপতিত্বে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস’র সঞ্চলনায় হরতালের শুরু থেকেই এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিরোধী দলীয় হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন, জামায়াত-বিএনপি’র অবৈধ হরতাল নৈরাজ্য প্রতিহত করতেই আমাদের অবস্থান কর্মসূচি। তারা আরও বলেন, যে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমারাদের এই অবস্থান কর্মসূচি নেয়া হয়েছে।
এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি সরকারি কলেজের সাবেক জি,এস সেলিম সরকার, পৌর কাউন্সিলর জুলফিকার আহম্মেদ শিপন, বড়ধুল ইউপি আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন মোল্লা, বেলকুচি সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি আল-আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।