কালের বার্তা ডেস্ক : বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) জুতা মারা দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশের) প্রধান ও ডাকসু ভিপি নুরুল হক নুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।
কনক সারোওয়ারের সঙ্গে এক লাইভ টকশোতে ভিপি নুর বলেন, গণ অধিকার, এবি পার্টি ও নাগরিক ঐক্যের মত সক্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য নিবন্ধন দেয়নি বর্তমান নির্বাচন কমিশন। তারা নিবন্ধন দিয়েছে গণভবন থেকে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনের দল সুপ্রিম পার্টি ও বিএনএমকে। আর এই বাটপার (নির্বাচন কমিশন) সঠিক নির্বাচন করবে? জুতা মারা দরকার এই নির্বাচন কমিশনকে।
তিনি বলেন, তারা বলছে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে না। এই চাটুকার দালালের অধীনে কী নির্বাচনে যাবে, তাদের সক্ষমতা আছে? আমি দুঃখিত খুব বাজে ভাবে বলছি এই কারণে যে এরা কতটুকু মেরুদণ্ডহীন আমি জানি। আমি নির্বাচন কমিশনে গেছি তার (প্রধান নির্বাচন কমিশনার) রুমে জোর করে ঢুকে কথা বলেছি। তাকে বলেছি, আপনি জমিদারি ভাববেন না, এটা রাজতন্ত্র না, আপনি জনগণের সেবা দেওয়ার জন্য এখানে আছেন। আপনি আমাদের সঙ্গে কেন দেখা করবেন না, আমাদেরকে কেন নিবন্ধন দেবেন না।