কালের বার্তা
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

তফসিল ঘোষণার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে অবৈধ আখ্যা দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল আশুলিয়া থানা পুলিশের বাধার মুখে পড়েছে। তবে বাধা দেয়ার কথা অস্বীকার করেছেন আশুলিয়া থানা পুলিশ
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। পুলিশের সাথে কিছুক্ষণ বাকবিতন্ডা শেষে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেন তারা। এসময়, সেখানে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল সমর্থনে মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে আমরা অবস্থান ও মানববন্ধন করি।
মানববন্ধনে শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়ার সাধারণ সম্পাদক আহমেদ জীবন বলেন, ‘আমরা গতকাল দেখলাম একটি অগণতান্ত্রিক সরকারের নির্বাচন কমিশনার কিভাবে অবৈধভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই তফসিল সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। গত ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের মতো আবারো একটা প্রহসনের নির্বাচন করাই এই তফসিলের উদ্দেশ্য। আমরা এই নির্বাচন চাই না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের আধীনে কখনোই নির্বাচন সুষ্ঠ হয়নি এবং হবেও না। আমরা চাই মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য মানুষের নাগালে থাকুক।’

সর্বশেষ - রাজনীতি