এম এ হালিম (বিশেষ প্রতিবেদন):
৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে দেশব্যাপী পূর্ব ঘোষিত ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত বুধবার ও বৃহস্পতিবার সড়কপথ, নৌপথ ও রেলপথে সর্বাত্মক অবরোধ রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে। এতে মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এসময়ে পুরো রাজধানী জুড়ে যান চলাচল ছিল সীমিত ছিল।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নীল-নকশার তফসিল ঘোষণা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের স্বার্থে অবিলম্বে এই তফসিল ঘোষণা প্রত্যাহার করুন। দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েসি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিরোধীদলের মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দিবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য জামায়াতের আমীরে ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবী করেন ।
তিনি আরো বলেন, তিনি আরও বলেন, নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাহিরে রেখে অতীতের মত শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী সংগ্রামী জনতা সরকারের বিনা ভোটে ক্ষমতা দখলের দিবা স্বপ্ন পূরণ হতে দিবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে
রাজধানীজুরে জামায়াতের অবরোধ কর্মসূচির খন্ডচিত্র
৫ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের ২য় দিনে রাজধানীর শনির আখড়া, মতিঝিল, খিলগাঁও বনশ্রী, গেন্ডারিয়া, জুরাইন রেলগেইট , পল্লবী, মগবাজার, মিরপুর ও উত্তরা অঞ্চলের বিভিন্ন এলাকায় অবস্থান ও বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা’
মিরপুর: সংগঠনটির কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর উত্তরের মিরপুরে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি-২ নং বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রশিকা মোড়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শাহ আলি থানা আমীর নকিব ফেরদৌস, মিরপুর উত্তর থানা সেক্রেটারি রফিক – রিমন, শাহআলি থানা সেক্রেটারি গোলাম মো: হাফিজ,ইসলামি ছাত্র শিবিরের মহানগর ও থানা নেতৃবৃন্দ।
মগবাজার: ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল- তেজগাঁ অঞ্চলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এইচ আর আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কলিম উল্লাহ, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন প্রমূখ।
পল্লবী: ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১২-এ অবরোধ করে বিক্ষোভ করেছে। ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপল, জামায়াত নেতা আবুল হোসাইন, ছাত্রনেতা ইউনুছসহ অন্যান্য থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এসকল স্থানে অবরোধ সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক বলেন সরকার জনগণের সাথে প্রতারণা ও ভোট চুরির মহোৎসব করার জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে কথিত নির্বাচনী তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে।
তিনি আরো বলেন, সরকার দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। এমন অভিযোগ এখন শুধু অভ্যন্তরীণ পরিসরে সীমাবদ্ধ নেই বরং তা এখন আন্তর্জাতিক অঙ্গনে বহুল আলোচিত ও চর্চিত বিষয়। তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য বিশ্বের বন্ধুপ্রতীম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার পক্ষ থেকে সরকারের প্রতি বারবার আহবান জানানো হলেও নৈশ্যভোটের সরকার সে কথায় কর্ণপাত করেনি। দেশ ও জাতিকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি ষড়যন্ত্রমূলকভাবে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং অবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। অন্যথায় সরকারকে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শূরা সদস্য আব্দুল মতিন খান, আবু তৈয়ব, আহসান হাবীব, আতিক হাসান ও মুসআব মুহাইমিন, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী ও নূরুল আমীন প্রমূখ।