সাকিব হোসেন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি;
কুষ্টিয়া কুমারখালীতে বিএনপি ও জামায়াতের চতুর্থ বারের মতো ডাকা ৪৮ ঘন্টা হরতালে চলছে। হরতালের এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি । অন্যান্য দিনের মতোই মহা সড়কে চলছে এক জেলা থেকে অন্য জেলায় গণপরিবহন-সহ সব ধরনের যানবাহন। কুমারখালী থানার মেইন স্থানগুলো বাজার, রেলস্টেশন বাস স্ট্যান্ড ইত্যাদি জায়গায় কোনো বিএনপির-জামায়াতের নেতাকর্মীকে দেখা যায়নি। থানা পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে ।
রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমারখালী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলাতে চিত্র দেখা যায়। সড়ক ও মহাসড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে সকাল থেকে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।
কুমারখালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ বলেন, বিএনপি – জামায়াতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের উচিত হরতাল অবরোধ না করে নির্বাচনে আসা। কুমারখালীতে কোন হরতালের প্রভাব নেই।
কুমারখালী পৌর বিএনপির নেতা, সাবিতবিন তৈযব উৎপল বলেন, তারা ঘরে থাকতে পারছেনা পুলিশের কারণে। পুলিশ নিরপেক্ষতা পালন করছে না, হামলা মামলার ভয়ে আমরা সবাই গোপনে আছি। পুলিশ ছাড়া আওয়ামীলীগের সঙ্গে রাজ পথে মোকাবেলা করতে চায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম আকিব বলেন, হরতালের তেমন কোন প্রভাব এখানে নেই। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।