নওগাঁর ধামইরহাটে ৪৭- নওগাঁ – ২ আসনের মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খাঁন এর পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
১৮ নভেম্বর মংগলবার ধামইরহাটে একাংশ বিএনপির অংগসংগঠনের আয়োজনে ধামইরহাট উপজেলা গেটের সামনে নওগাঁ – জয়পুরহাট আঞ্চলিক সডকের পার্শ্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ধামইরহাট পৌরসভার সাবেক আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং রুহেল হোসেন সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, নজিপুর পৌরসভার প্রতিষ্ঠাতা যুবদলের সাবেক সভাপতি আবুতাহের চৌঃ মন্টু, ধামইরহাট উপজেলার সাবেক ভাইসচেয়ারমান আখরাজুল চৌঃ, ফেরদৌস আলম,রুহলআমিন,সাবেক কমিশনার রেজওয়ান হোসেন, আজমল হোসেন চৌঃশাহন,আমজাদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন