ফের কন্যাসন্তানের জনক হলেন তাসকিন!
সোস্যাল মিডিয়ায় বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেন। এক পোস্টের মধ্যে তিনি উল্লেখ করেন ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
তাসকিনের আরো একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে। অভিনন্দন –’তাসকিন ও রাবেয়া’ দম্পতিকে!