স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্লাসিক শর্টের মাস্টার খ্যাত লিটন কুমার দাস। এশিয়া কাপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কয়েকদিন আগে জ্বরের কবলে পড়েন।তখন অনুশীলনে বেঘাত ঘটে। এর মধ্যে দলের সবাই শ্রীলঙ্কায় পাড়ি জমালেও যাওয়া হয়নি লিটনের। শোনা যাচ্ছিলো জ্বর ছেরেছে কিন্তু সেই সংঙ্কা কাটিয়ে উঠতে পারেনি বলে জানিয়েছে বিসিবি।
এর মধ্যে জানানো হয়েছে, এশিয়া কাপের একাদশে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয় খেলবেন।
বিজয়ের জন্য আরেকটা সুযোগ আসলো।এবার দেখার পালা কতটা সুযোগ কাজে লাগাতে পারেন তিনি।