কালের বার্তা ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। টানা দ্বিতীয়বারের মতো শিরোপায় নজর লঙ্কানদের। গত এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ করে এশিয়া কাপ নিজেদের করে নেয় দাসুন শানাকার দল। সে বার এশিয়া কাপ জিতায় দেশের অর্থনৈতিক অবস্থান আরও মজবুত হয় তাদের। দেউলিয়া হওয়ার পড়ে এশিয়া কাপ ছিলো তাদের কাছে দেবদূত।
এবারের এশিয়া কাপ নিজেদের করে নেওয়ার জন্য মুখিয়ে আছে রহিত শর্মার ভারত। দীর্ঘদিন তাদরও চলছে ট্রফি খরা।
দুই দলটি যোগ্য হিসেবে এশিয়া কাপের দাবিদার। এবার অপেক্ষার পালা কার হবে ট্রফি,কে হবে বিজয়ী।
#কালের বার্তা / মুনতাসীর/ স্পোর্টস