রবিউল ইসলাম লালমনিরহাট সদর প্রতিনিধি
লালমনিরহাট বড়বাড়ি ইউনিয়ন শিবরাম এলাকায় সার বাহী ট্রাকও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে তিন মাসের একটি শিশু যায়। অটো রিক্সায় থাকা আরো তিন ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়,
লালমনিরহাটের বড় বাড়ি বাজার সংলগ্ন সার বাহী ট্রাক ও অটো সহ মুখামুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে একটি শিশু নিহত আহত আরো ০৩জন।
নূর হোসেনে ও মাতাঃ মারুফা আক্তার মিম এর তিন মাসের একটি ছেলে মাহিম মারা যায়। নূর হোসেনের গ্রামঃ চান্দিরঘাট বোনার পাড়া রাজারহাট, কুড়িগ্রাম।
বড়বাড়ি সদর শিবরাম ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করে। এবং ঘটনা স্থলে আসা লালমনিরহাট সদরে এএসআই খোরশেদ আলম সেই ঘাতক ট্রাক জব্দ করে বড়বাড়ি ইউনিয়ন ইউনিয়ন পরিষদে রাখেন।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন অটো রিক্সায় থাকা আরো তিন ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।