কালের বার্তা
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

পটুয়াখালী-১ শূন্য আসনে তফসিল ঘোষনা, উপ-নির্বাচনের ভোট ২৬ নভেম্বর।

প্রতিবেদক
কালের বার্তা ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ



দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী, দুমকি, মির্জাগঞ্জ (পটুয়াখালী -১) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করে ঢাকা গেলেন সম্ভাব্য প্রার্থীরা। পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২৪ অক্টোবর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গির আলমের স্বাক্ষরিত তফসিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ , ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর পাল্টে গেছে ১ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট। দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় অবস্থান করলেও উপ-নির্বাচনের খবর পেয়ে ছুটে যান ঢাকায়। জানা যায়, এমপি শাহ জাহান মিয়ার মৃত্যুতে বাবার আসন থেকে মনোনয়ন পেতে মাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ঢাকায় যান পৌর আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শাহজাহান মিয়ার মেজ ছেলে অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।

অন্যদিকে বিকেলে পটুয়াখালী থেকে ঢাকা ফিরে গেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। অপরদিকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন দুমকি উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড, হারুন অর রশীদ হাওলাদার। বিকেলে পটুয়াখালী থেকে ঢাকা গেলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য রাজীব পারভেজ। রাতে ঢাকা গেছেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার। সোমবার রাতে ঢাকা গেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা। ওইদিন বিকেলে ঢাকায় ফিরে গেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আলী আশরাফ।

প্রায়ত মোঃ শাহজাহান মিয়ার মেজ পুত্র ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি প্রতিনিধিকে বলেন, ‘আমার বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। বাদ আসর শহরের বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। আমার পরিবার শোকাহত। দুপুরে তফসিল ঘোষণার পর আমি এবং আমার মা ঢাকায় গেছি। আমরা রাজনৈতিক পরিবার। নেত্রীর কাছে পরিবারের পক্ষে পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চাইবো। নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন বাবার অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে চাই। তবে নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত। মনি আরো জানান, আমার পরিবারকে তিনি অনেক কিছু দিয়েছেন। বাবাকে ধারাবাহিক ভাবে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন, মন্ত্রী করেছেন। দীর্ঘ ২৭ বছর বাবা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাকে উপজেলা চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছেন, ছোট ভাইকে যুবলীগের সভাপতি বানিয়েছেন, বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থার জন্য। প্রধানমন্ত্রীকে পরিবার আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মৃত্যুতে বাবাকে তিনি সন্মানিত করেছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে মরদেহ পটুয়াখালী পাঠিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে চীর কৃতজ্ঞ।

২১ অক্টোবর ভোর ৬টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী-১ আসনের সংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। মৃত্যুতে পটুয়াখালী-১ আসন শূন্য ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজনীতি