কালের বার্তা
শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

রানীশংকৈলে শিক্ষক গিয়াসউদ্দিন’র জানাজা নামাজে হাজারো মুসল্লী

প্রতিবেদক
কালের বার্তা ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার মুসল্লীর সমবেত অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন আহম্মদ (৮২) স্যারের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭) অক্টোবর তিনি হরিপুর ডাঙ্গীপাড়া গ্রামের নিজ বাড়িতে সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এদিন বিকাল সাড়ে ৩ টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

পরে তার নিজ গ্রামে ডাঙ্গীপাড়ায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য বিদ্যান উচ্চপদস্থ ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন), রাণীশংকৈল প্রসক্লাব, প্রগতি ক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান জানাযা নামাজে অংশগ্রহণ করেন এবং গভীর শোক প্রকাশ করেছেন।

জানাযা নামাজ পড়ান মরহুমের সন্তান অধ্যাপক শামীম আহম্মেদ এবং দোয়া পরিচালনা করেন
আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ হীল বাকী।

সর্বশেষ - রাজনীতি