নুর আমিন ( চিলমারী) কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার, চিলমারী উপজেলায় চিলমারী সরকারি কলেজ মাঠে চিলমারী প্রি-ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাৎসরিক প্রতিবেদন সভা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান’।
চিলমারী শিক্ষার দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেলো এই মাদ্রাসায় ইসলাম শিক্ষার পাশাপাশি বাচ্চাদের ইংরেজী বাংলা সহ আরবি ভাষার বাংলা মানে সহ শিক্ষাথীদের শেখানো হয়,
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরিচালক বলেন ইসলামকে যুগের সাথে এগিয়ে নিতে হবে তাই আমাদের এমন উদ্দেক, আরো বলেন আজকের যুগের বাচ্চারা ইসলামে দূর্বল, ইতিহাসে দূর্বল, বাংলায় দূর্বল, ইংরেজিতে দূর্বল, গণিতে দূর্বল এই সব গুলি দূর্বলতাকে নির্মূল করতে তাদের এমন উদ্দেক আরো বলেন হাফিজি মাদ্রাসায় হাফেজ হয়, হাই স্কুলে বাংলা শিক্ষায় শিক্ষিত হয় আর আমাদের এই ক্যাডেট মাদ্রাসায় সব বিষয় শিক্ষায় শিক্ষিত করা হয়, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে দেশের বড় বড় জায়গায় কাজ করতে পারবে, দেশের ক্যাডেট কলেজগুলোতে সহজেই জায়গা করে নিতে পারবেন এই বলে তাদের বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি বাংলা এবং ইংরেজি ভাষায় কথোপকথন, আরবি অনুবাদ, আল্লাহর ৯৯ টি নামের বাংলা অনুবাদ, ইসলামিক সংগীত এবং ইসলামিক ২ টি নাটক উপস্থাপন করে জনগণের মনোমুগ্ধ করেন।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো : আব্দুল গফুর যুক্তিবাদী, নির্বাহী পরিচালক মো: খাদেমুল ইসলাম, পরিচালক মো : খোরশেদ আলম, ক্যাডেট প্রধান মো : জাহিদুল আলম রাজা সিনিয়র সহকারী শিক্ষক মো : ইহায়ইয়া এবং সাধারণ শিক্ষক বিন্দু সহ অনেকেই
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা চেয়ারম্যান মো : রুকুনুজ্জান শাহিন সহ আরো অনেকেই প্রায় ১০ হাজার লোকের উপস্থাপনা ছিলো, উক্ত মাদ্রাসাটির পরিচালক চিলমারী বাসির সার্বিক সহযোগিতা কামনা করেন
মাদ্রাসাটি স্থাপিত চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন এর ৩ নাম্বার ওয়াডে বেলেরভিটা নচ্ছদ্দি মোর সংলগ্ন।
আলহামদুলিল্লাহ! অনেক সুন্দর ইসলামিক আয়োজন।